মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ জুন ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) এদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

গত ৩ মাসে ৪০৫ জনকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে বিএসএফ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জন ঠেলে পাঠানো হয়। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে পুরুষ ছয়জন, নারী ৯ জন ও শিশু ৪ জন রয়েছে।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ছয়জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।