টাঙ্গাইলে যুবকের দেহে করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৭ জুন ২০২৫

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক যুবক (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে তিনজনের নমুনা পরীক্ষা করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়৷

সিভিল সার্জন অফিস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের করোনা নমুনা পরীক্ষা করা হয়৷ এতে একজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে৷ বর্তমানে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন৷

সূত্র জানায়, ২০২০ সালে ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই বছরের ২০ এপ্রিল জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। সে সময় জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৯০। মোট মৃত্যু ছিল ২৭২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।