টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুন, ২২ ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৮ জুন ২০২৫

টাঙ্গাইলে যৌনপল্লিতে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, সকাল সাড়ে ১১টা দিকে রান্নার সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ১২টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ও বইসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুন, ২২ ঘর পুড়ে ছাই

ক্ষতিগ্রস্তরা বলছেন, এক ঘণ্টার আগুনে তাদের সব পুড়ে ছাই হয়েছে। আগামী দিনে কীভাবে দিন পার করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি করেন তারা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশে পুকুর ও স্থানীয়রা সহযোগিতা করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।