নোয়াখালীর ধর্ষণ মামলার আসামি মিরসরাইয়ে গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ৩০ জুন ২০২৫

নোয়াখালীর চরজব্বার থানায় করা ধর্ষণ মামলার মূল অভিযুক্ত সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-৭ ও র‍্যাব-১১-এর সদস্যরা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে তারা জানতে পারেন, গত ১৩ মে চরজব্বার থানায় করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সিরাজ উদ্দিন মিরসরাইয়ে লুকিয়ে রয়েছেন। খবর পেয়েই র‍্যাবের দুটি ইউনিট অভিযান চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজ উদ্দিনের (২৬) বাড়ি নোয়াখালির চরকাজী গ্রামে। তার বাবা নবী মিয়া। র‍্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।