ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করবে দূতাবাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০১ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চাষিরা ইন্দোনেশিয়া আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে দেশটির দূতাবাস। এছাড়া আমের প্রক্রিয়াজাতকরণেও সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম রয়েছে সারাবিশ্বে। তাই এখানকার আম নিয়ে কাজ করতে চায় ইন্দোনেশিয়া। তবে বিষয়টি নির্ভর করছে ব্যবসায়ীদের ওপর। তারা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সব ধরনের সহায়তা করবে দূতাবাস।

এসময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনা ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু।

এসময় তার সঙ্গে ছিলেন, ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলাম।

সোহান মাহমুদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।