বনের ভেতরে সীসা কারখানা, গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ দুই সীসা তৈরির কারখানা গুঁড়েয় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নেতৃত্বে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, গজারি বনের ভেতরে চক্রটি দুটি কারখানা স্থাপন করে। সেখানে পুরাতন ব্যাটারী আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরুপ। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।