সৈয়দপুরে গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০১ জুলাই ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৭৫) নামের এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার চাঁদনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম শামসুন্নাহার বেগম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার আজাহার আলীর স্ত্রী। বাসাটি তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাহেলা বেগমের। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কের বোন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওই শিক্ষিকা প্রতিদিনের মতো সকালে স্কুলে যান। বাসায় একা থাকেন গৃহপরিচারিকা শামসুন্নাহার বেগম। বাসায় ফিরে ওই শিক্ষিকা দরজায় ডাকা ডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীকে ডাকেন। এসময় দেখতে পান দরজার বাইরের থেকে সিটকিনি লাগানো। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

রাহেলা বেগম জানান, তিনি ঘরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় গৃহপরিচারিকার মরদেহ দেখতে পান। তার মাথায় বড় ধরনের জখম ছিল। বাসার সব আসবাবপত্র তছনছ ও নগদ অর্থ, স্বর্ণালংকার, এলইডি টিভি চুরি গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন দল এসে মরদেহের সুরতহাল তদন্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারীর মর্গে পাঠানো হবে।

আমিরুল হক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।