এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০১ জুলাই ২০২৫

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষা চলাকালীন টাঙ্গাইলের কালিহাতীতে শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

তার নাম মৃদুল হাসান। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এছাড়া ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কালিহাতী কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মজিবর রহমান বলেন, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। অ্যাসিল্যান্ড এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেন জাগো নিউকে বলেন, মৃদুল কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। কোনো ব্যক্তির দায় দল নেবে না। দলের কেউ অন্যায় কাজের সঙ্গে জড়িত হলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।