মুরাদনগরে ধর্ষণ: চারজনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৫ এএম, ০২ জুলাই ২০২৫
মুরাদনগরে ধর্ষণ, চারজনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার/ছবি-সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও মারধরের ঘটনার ভিডিও ভাইরালের মূলহোতা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী সুমনসহ চার আসামির রিমান্ড শুনানি হবে আগামী বৃহস্পতিবার (৩ জুলাই)।

সোমবার (৩০ জুন) চারজনের সাতদিনের রিমান্ড চেয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা (এসআই) রুহুল আমিন।

মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন, মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে জাফর আলীর ছেলে রমজান আলী, তালেব হোসেনের ছেলে মো. অনিক ও মো. আরিফ।

এসআই রুহুল আমিন বলেন, গত রোববার (২৯ জুন) বিকেলে মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাদের চারজনের নামে মামলা করা হয়। গত সোমবার বিকেলে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আগামী বৃহস্পতিবার।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে মারধর করে।

শনিবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে দায়ের করা ওই মামলায় চার যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

এদিকে, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জাহিদ পাটোয়ারী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।