ঝিনাইদহে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৬ জুন ২০১৬

পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার দুপুরে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জমি-জমা দীর্ঘদিন ধরে আলফাজের সঙ্গে ভাই-বোন, ভাগ্নে সাইফুল, জাহিদ, হাবিবুরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে নিজ বাড়িতেই খুন হন সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ জানান, পারিবারিক বিরোধে খুন হয়েছে আলফাজ উদ্দিন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।