সাংবাদিক মোস্তফা মামুনের বাবা আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৫ জুলাই ২০২৫

সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ আব্দুল হান্নান দৈনিক দেশ রূপান্তরের সাবেক সম্পাদক মোস্তফা মামুনের বাবা। তার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন মোস্তফা মামুন।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।