মাদারীপুর

পলি জমে ভরাট রাস্তি খাল, ভোগান্তিতে হাজারো কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৬ জুলাই ২০২৫

পলি জমে প্রায় ভরাট হয়ে গেছে মাদারীপুর সদর উপজেলার রাস্তি খাল। খালে পানি প্রবাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো কৃষকরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাস্তি ইউনিয়নের নারায়ণ মণ্ডলের বাড়ি থেকে শুরু হয়ে হাজরাপুরের গোলাম মোস্তফা মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খালটির বেহাল দশা। দীর্ঘদিন এটি খনন না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও উঁচু-নিচু থাকায় নামতে পারছে না বৃষ্টির পানিও।

হাজরাপুর এলাকার কৃষক আইয়ুব আলী বলেন, ‘খালের বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে কয়েকজন বাঁধ দিয়েছেন। যার কারণে সমস্যা বড় আকার ধারণ করেছে। খালটি খননছাড়া বিকল্প কিছুই নেই। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত খালটি খনন করা হয়।’

পলি জমে ভরাট রাস্তি খাল, ভোগান্তিতে হাজারো কৃষক

পশ্চিম রাস্তি গ্রামের কৃষক প্রদীপ মণ্ডল বলেন, ‘খালটি দিয়ে ঠিকমতো পানিপ্রবাহ হচ্ছে না। এজন্য আমাদের সুবিধা মতো সময়ে পানি পাচ্ছি না। ফলে চাষাবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে। এমনটি পাটও জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত খালটি খননের দাবি জানাই।’

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মাওলা বলেন, ‘খালটির বিভিন্ন অংশে উঁচু হয়ে হয়ে গেছে। এতে করে পানি সরতে পারে না। ফলে এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এটি খনন করা দরকার। পাট জাগ দিতেও পর্যাপ্ত পানি পাচ্ছে না কৃষকরা।’

মাদারীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, ‘সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটি এলজিইডির অধীনে হলে খাল খনন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’

পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ‘খালটি খননের প্রয়োজন হলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে খননের জন্য বরাদ্দ ও প্রকল্পের অনুমোদন প্রয়োজন।’


আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।