হবিগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:২১ এএম, ০৭ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান সাকিবকে গ্রেফতার করা হয়েয়েছ।

রোববার (৬ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনীর হাতে তার আটকের তথ্য সঠিক। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সাংগঠনিক কোন্দলের জেরে গত ১১ মে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মিছিল শেষে সংগঠনের সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হওয়া মামলায় এনামুল সাকিব এক নম্বর আসামি। পরবর্তীতে সহিংসতা, শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।