রাঙ্গামাটিতে পাহাড়ধসের শঙ্কা, সতর্কতায় মাইকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৯ জুলাই ২০২৫

রাঙ্গামাটিতে পাহাড়ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৯ জুলাই) বিকেলে শহরে সতর্কতামূলক মাইকিং করছে জেলা তথ্য অফিস।

এর আগে সোমবার থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের কারণে ক্রমাগত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। বৃষ্টিপাতের প্রভাবে দেখা দিয়েছে পাহাড়ধসের আশঙ্কা।

ইতোমধ্যে সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসতি স্থাপনকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি জেলায় নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের কিছু সড়ক ডুবে গেছে। ফলে রাঙ্গামাটির লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আজ থেকে এ পথে চলাচলকারী সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরমান খান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।