শুক্রবারও খোলা বেনাপোল কাস্টম হাউজ-বন্দর, উপস্থিতি কম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১১ জুলাই ২০২৫
শুক্রবার বেনাপোল কাস্টম হাউজ ও বন্দর খোলা থাকলেও ব্যবসায়ীদের উপস্থিতি কম

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্র ও শনিবার বেনাপোল কাস্টম হাউজের কাজকর্ম চলমান থাকবে। ফলে শুক্রবার (১১ জুলাই) সকাল থেকেই কাস্টম হাউজ ও বন্দর খোলা রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টম হাউজ সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।

এই দুদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

শুক্রবারও খোলা বেনাপোল কাস্টম হাউজ-বন্দর, উপস্থিতি কম

যুথী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে সাপ্তাহিক ছুটি বাতিল করে বন্দর এবং কাস্টমসে কাজকর্ম চলছে ঢিমেতালে। বিশেষ করে ব্যবসায়ীরা আগে জানতে না পারাই তাদের উপস্থিতি একেবারেই কম। শনিবার অবশ্য বাড়তে পারে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ বলেন, কাস্টম হাউজে ও বেনাপোল বন্দর সকাল থেকেই খোলা রেখেছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে অনেকেই খোলা থাকার বিষয়টি জানেন না। এজন্য ব্যবসায়ীদের উপস্থিত একেবারেই কম। তবে শনিবার এটা বাড়বে বলে ধারণা করছি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমরা স্বাভাবিক সময়ের মতো বন্দরের কার্যক্রম চালু রেখেছি। কোনো ব্যবসায়ী পণ্য চালান খালাস নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন।

মো. জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।