মসজিদে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১১ জুলাই ২০২৫

চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

আহত খতিব হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। তিনি চাঁদপুর সদরের দক্ষিণ গুনরাজদি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের তিনি প্রতিষ্ঠাতা ইমাম। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আটক বিল্লাল হোসেন (৫০) চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলী ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী।

আহত খতিবের ছেলে আফনান তাকি বলেন, ‘আমি জানতে পেরেছি নবি করিমের (সা.) কোনো এক বিষয় নিয়ে বিল্লাল হোসেন জুমার নামাজ শেষে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। কী কারণে ওই ব্যক্তি এত বড় ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছি না।’

মসজিদে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব হাসান বলেন, ‘হুজুরের জুমার নামাজের বয়ান শেষ হওয়ার পর বিল্লাল কোনো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন। কিন্তু মুসল্লিরা তাকে কথা বলতে দেননি। পরে তিনি নামাজে বসে গেছেন। নামাজ শেষে হুজুর বের হওয়ার সময় বিল্লাল চাপাতি নিয়ে মাথায় আঘাত করেন। আকিদাগত বিষয় নাকি ধর্মীয় কোনো আলোচনা নিয়ে হামলা করেছেন সেটা বলতে পারছি না।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল বলেন, ‘কানের কাছে ক্ষত জায়গায় ১২টি সেলাই লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় বিল্লালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।