খাটের নিচে শিশুর বস্তাবন্দি মরদেহ, পলাতক সৎ মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন সৎ মা।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির সৎ মা রুবি খাতুন পলাতক রয়েছেন।

নিহত হাজেরা খাতুন ওই গ্রামের হারুন অর-রশিদের মেয়ে ও কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। রুবি খাতুন হারুন অর-রশিদের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৪-৫ বছর আগে শিশুটির মা অন্যের সঙ্গে বিয়ে করলে হারুন অর-রশিদ রুবি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই হাজেরা তার বাবা, সৎ মা ও দাদা-দাদির সঙ্গে থাকত। রুবির দুটি জমজ ছেলে সন্তানও রয়েছে।

হাজেরার দাদি মনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন, দুপুরে স্কুল থেকে ফেরার পর থেকেই হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রুবি ওষুধ আনার কথা বলে তার নিজের দুই সন্তানকে রেখে বাইরে চলে যায়। কিন্তু সন্ধ্যা হলেও বাসায় ফেরেনি। এদিকে হাজেরাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির খাটের নিচের বালতির মধ্যে বস্তাবন্দি অবস্থায় হাজেরার মরদেহ দেখতে পান তিনি।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা শ্বাসরোধ অথবা মারপিট করে শিশুটিকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এম এ মালেক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।