৭ বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে ৭ বছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় সৎ মা রুবি খাতুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার দুপুরে শিশু হাজেরা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি করে পালিয়ে যান সৎ মা রুবি খাতুন।

এরপর সন্ধ্যায় হত্যার বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা হারুনর রশিদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে শিশু হাজেরা খাতুনকে তার দাদা মোজদার আলী খোঁজাখুঁজি করেন। এসময় তার সৎ মা রুবি খাতুনকেও খুঁজে পাননি তিনি। পরে সন্ধ্যা সাতটার দিকে রুবির দুই জমজ ছেলে তাদের মা কর্তৃক হাজেরাকে মেরে ফেলার বিষয়টি দাদাকে জানায়। তখন মোজদার আলী দেখেন ঘরের খাটের নিচে শিশুটিকে বস্তাবন্দি করা রাখা হয়েছে। পরে তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে বস্তা খুলে হাজেরার মরদেহ দেখতে পায়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জাগো নিউজকে জানান, ওই শিশু হত্যার ঘটনায় সৎ মাকে গ্রেফতার করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।