নওগাঁয় জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৭ জুলাই ২০২৫

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি ওই এলাকার আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘তার নামে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।