দুই গ্রুপের সংঘর্ষ-লুটপাট

নবীগঞ্জে সাবেক মেয়রসহ ৩৯ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৭ জুলাই ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ ৩৯ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও অন্তত ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দিনগত রাতে উপজেলার ইউনাইটেড হাসপাতালের পরিচালক ও ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে জানা যায়, সশস্ত্র দুর্বৃত্ত তার মালিকানাধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজসহ ভিডিও প্রমাণাদিও মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি ভয়াবহ। দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এ মামলা নেওয়া হয়েছে।’

স্থানীয় দুই সাংবাদিকের পরস্পরের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধ গড়ায় কয়েক গ্রামবাসীর সংঘর্ষে। ৭ আগস্ট দিনভর সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া মারা যান। ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমন মিয়া। এ ঘটনায় এখনও পর্যন্ত একাধিক মামলা করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।