নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৮ জুলাই ২০২৫
ফাইল ছবি

 

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়ার বাড়ি রাজশাহীর নন্দনগাছি এলাকায়। তার স্বামী মনি হোসেন কয়েক বছর আগে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে জামাইবাড়ি থেকে ছেলের সঙ্গে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার উদ্দেশ্যে আব্দুলপুর রেলস্টেশনে যান মায়া। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে মা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। ছেলে দৌড়ে প্ল্যাটফর্মে উঠে গেলেও মায়া পিছিয়ে পড়েন। এর মধ্যেই ট্রেনটি ঢুকে পড়ে স্টেশনে। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।