পররাষ্ট্র উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভূমি জরিপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভূমি জরিপসহ অবাস্তবায়িত ধারাসমূহ নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব দ্রুতই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রাঙ্গামাটিতে শনিবার (১৯ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে দশটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্টহাউজে এই সভা শুরু হয়। চলে প্রায় দুই ঘণ্টা।

এতে উপস্থিত ছিলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল, সামছুল হক প্রমুখ।

আরমান খান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।