বাংলাদেশে জাতি-গোত্রের কোনো বিভাজন চলবে না: সামান্তা শারমিন
বাংলাদেশে জাতি-গোত্রের কোনো বিভাজন চলবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে কোনো জাতি-গোত্রের মধ্যে বিভাজন করা চলবে না। এদেশে তারাই রাজনীতি করতে পারবে, যারা প্রত্যেক জাতি ও মানুষের কথা বলতে পারবে।
রোববার (২০ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙ্গামাটিতে এক পথসভায় এসব কথা সামান্তা শারমিন।
তিনি বলেন, আপনারা জানেন, বাংলাদেশ একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে উপস্থিত হয়েছে। আমাদের বাংলাদেশে যতগুলো জাতিগোষ্ঠী আছে সবার মধ্যে একটা বিভাজন ঘটিয়ে গত ৫৩ বছর ধরে শাসন করা হয়েছে। কিন্তু আমরা এই দেশের নাগরিকদের জন্য মর্যাদাপূর্ণ সংবিধান পাইনি। প্রত্যেক নাগরিকের পরিচয়পূর্ণ সংবিধান আমরা পাইনি। এই রাঙ্গামাটির মানুষ গণঅভ্যুত্থানের সময় রাস্তায় নেমে এসেছিলেন। রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, তাদের নিরাপত্তা কোথায়?
সামান্তা শারমিন আরও বলেন, বাংলাদেশ হবে সম্মান ও মানবিক মর্যাদার এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। এখানে আমরা কখনো জাতিভেদ করবো না, কখনো গোষ্ঠী ভেদ করবো না। এখানে প্রত্যেক ধর্মের মানুষ ও প্রত্যেক জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। মর্যাদা নিয়ে বসবাস করবে এটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এই রাঙ্গামাটির মাটি ও মানুষের সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছে যে, যতদিন পর্যন্ত বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করতে না পারি ততদিন আপনাদের জন্য কাজ করে যাবো।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রাঙ্গামাটি জেলা শাখার মুখ্য সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
আরমান খান/জেডএইচ/জিকেএস