রিফাত রশিদ

রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চায় কি চায় না তা গুরুত্বপূর্ণ নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২১ জুলাই ২০২৫
রিফাত রশিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদেরকে মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত, আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, সব স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছে না, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ শহীদ পরিবার, আহতরা জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।

সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রিফাত রশিদ এসব কথা বলেন।

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্যসচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে রিফাত রশিদ বলেন, ‌‘কোনোভাবেই তারা বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান না করে কোনো ইলেকশন-বিলেকশন দিয়ে কোনো প্রকার সিলেশন করে, লন্ডনে গিয়ে মিটিং করে, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে পার পেতে দেওয়া হবে না। অবিলম্বে জুলাই সনদ ঘোষনা করতে হবে।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারাদেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই। আর কোনো জায়গা নেই।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।