কুষ্টিয়ায় চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে বিএনপির অভিযোগ বক্স স্থাপন
চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে অভিযোগ বক্স উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এরআগে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতারা।
মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোনো ধরনের অপকর্মের অভিযোগ এই বক্সে দেওয়া যাবে। যারা অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ দুর্নীতি ও অপরাধ করেন, তাহলে তাদের অপকর্মের অভিযোগগুলো আমাদের জানাবেন। আমরা খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবো। তবে ভালোভাবে অনুসন্ধান না করে হুটহাট কোনো ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।’
আল-মামুন সাগর/এসআর/এমএস