কুড়িগ্রামে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২১ জুলাই ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব কালুডাঙ্গা গ্রামের একটি বাড়িতে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে।

আটকরা হলেন, আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট। সেগুলো উলিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় বাজারজাত করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ সিগারেট তৈরির সঙ্গে যুক্ত চারজনকে আটক করে। এসময় বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈরির বিভিন্ন দ্রব্যাদি জব্দ করা হয়।

কয়েক স্থানীয় বাসিন্দা জানান, এ বাড়িতে তেমন কেউ থাকে না। সারাক্ষণ বাড়ির গেট বন্ধ থাকে। তবে বেশ কিছুদিন ধরে বাড়িতে দুয়েকজন বহিরাগত লোক যাতায়াত করতো। বিষয়টি সন্দেহ হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব বলেন, ‘মালামালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রোকনুজ্জামান মানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।