সীতাকুণ্ডে তৈরি ক্যাবলে লেখা ‘মেড ইন জাপান’,কারখানা সিলগালা
চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনহীন বৈদ্যুতিক ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করেছে র্যাব-৭।
‘মেড ইন জাপান’ সিল ব্যবহার করে তৈরি এসব ক্যাবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনা ঝুঁকির আশঙ্কায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধিদল অভিযানে অংশ নেয়।
র্যাব জানায়, কারখানায় ‘মেড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তার কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়।
অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘কারখানাটিতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিল। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে
এম মাঈন উদ্দিন/এসআর/এমএস