সাজেকে ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু, ফিরছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ জুলাই ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের একাধিকস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এসব পথে বন্ধ হয়ে যায় যান চলাচল। ১০ ঘণ্টা পর সচল হয় সড়কগুলো। এরপর বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে যান চলাচল শুরু হয়।

এর আগে ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েন পর্যটকরা। এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় ফিরছেন তারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, বুধবার ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটা থেকে যান চলাচল শুরু হয়। এখন পর্যটকরা ফিরতে পারবেন।

আরমান খান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।