নড়াইলে সাংবাদিক ও পুলিশ সদস্যের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৪ জুলাই ২০২৫
পাশাপাশি এই দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে/ছবি জাগো নিউজ

নড়াইল শহরের দুর্গাপুর মহিলা কলেজপাড়ায় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মিনহাজুল ইসলাম ও পুলিশ সদস্য মো. রিহ্যাব শেখের বাড়িতে একযোগে চুরির ঘটনা ঘটেছে। বুধবার পাশাপাশি অবস্থিত এ দুই বাড়িতে চুরি হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে নড়াইল সদর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) নড়াইল সদর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগ দুটির সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে সাংবাদিক মিনহাজুল ইসলামের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক বাল্ব, ছাতাসহ বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় চোরেরা। এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মিনহাজুল ইসলামের বাবা মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এদিকে একই সময় ভুক্তভোগী মিনহাজুল ইসলামের প্রতিবেশী পুলিশ সদস্য রিহ্যাব শেখের নির্মাণাধীন বাড়িতেও চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় চোরেরা নির্মাণাধীন এ বাড়ি থেকে পানির পাইপ ও পাইপে ব্যবহৃত পিতলের পয়েন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সদস্য রিহ্যাবের বাবা মো. হেদায়েত হোসেন ইকু বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক মিনহাজুল ইসলাম বলেন, আমাদের এই এলাকায় সংঘবদ্ধ একটি মাদকসেবী চক্র আড্ডা দেওয়া শুরু করেছে। তারা নেশার টাকা জোগাড় করার জন্য নিয়মিত চুরি ও ছিনতাই করে। চুরি করতে নিষেধ করলে জনগণের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তারা বহুবার গ্রেফতার হয়েছে, কিন্তু গ্রেফতারের এক-দুই সপ্তাহ পর আবার জামিনে বেরিয়ে একই রকম অপরাধ করে।

তিনি বলেন, পুলিশ বা আদালত দিয়ে কিছু হবে কি না বলা মুশকিল। এখন আমরা জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করবো। এই ছাড়া বাঁচার উপায় নেই।

আরেক ভুক্তভোগী মো. হেদায়েত হোসেন ইকু বলেন, আমরা স্পষ্টভাবে অনুমান করতে পেরেছি কারা চুরি করেছে। এই মহল্লায় চিহ্নিত দুই-তিনজন চোর রয়েছে। সকল চুরির ঘটনা তারাই ঘটায়। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে রহস্য উদঘাটন করা সম্ভব।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, পৃথক দুটি চুরির ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত চোরদের শিগগির গ্রেফতার করা সম্ভব হবে।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।