গায়েবানা জানাজার পর এবার রংপুর সিটি করপোরেশনকে লালকার্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৫

রংপুর মহানগরীর সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার না হওয়ায় এবার প্রতীকী ধানগাছ রোপণ ও সিটি করপোরেশনকে লালকার্ড দেখিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এতে সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক ও মাহিমসহ অনেকে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‌‘সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির দশা বেহাল। তারপরও কর্তৃপক্ষের কোনো নজর‌ নেই।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। সড়কের বেহাল দশার কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রতীকী গায়েবানা জানাজার পর প্রতীকী ধানগাছ রোপণ করেছেন। একইসঙ্গে সিটি করপোরেশনকে লালকার্ড দেখিয়েছেন তারা।

আগামী ১৫-২০ দিনের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও কর্মসূচি পালন করা হবে বলে জানান স্থানীয়রা।

এর আগে রোববার (২০ জুলাই) সিটি করপোরেশন কর্তৃপক্ষকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজার নামাজ পড়েন এলাকাবাসী।

জিতু কবীর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।