রাঙ্গামাটিতে এপিবিএনের ক্যাম্প উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৬ জুলাই ২০২৫

পার্বত্য জেলা রাঙ্গামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ফিতা কেটে ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মাহফুজ আফজাল।

এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্প উদ্বোধন হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আসামবস্তি ক্যাম্প উদ্বোধনের মধ্যদিয়ে স্থানীয় জনমানুষের নিরাপত্তা আরও জোরদার হলো।

আরমান খান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।