হবিগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ইদন মিয়ার ছেলে।

রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ

আদালতের স্টেনোগ্রাফার মো. মোখলেছুর রহমান জানান, আদালত চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় বাবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার আজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টায় মাধবপুর থানার তৎকালীন এসআই খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।