ভৈরবে গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৯ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব ফেরিঘাট এলাকার পংকু মিয়ার বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভ্যাটেনারি সার্জন মো. নাহিদুল ইসলাম ও ভূমি অফিসের নাজির আবু সালেকসহ ভৈরব থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, শহরের চন্ডিবের পংকু মিয়ার বাজারে অভিযানে জসিম গোস্ত ঘরের মালিক উজ্জ্বল মিয়াকে ফ্রিজে রাখা গরুর পচা মাংস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত পচা মাংস উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে যারা এমন অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজীবুল হাসান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।