চাঁদপুরে ১০ বালুমহাল মালিককে জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বালুমহাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন। অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মেসার্স নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মেসার্স তালুকদার বিল্ডার্স নামে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, ব্যবসায়ীরা পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালুমহাল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু ব্যবসা নদী তীরবর্তী এলাকার জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
শরীফুল ইসলাম/এমএন/জেআইএম