ঢাকা-সিলেট মহাসড়ক দখল, উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে গড়ে ওঠা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় রাস্তার দোকান, বিভিন্ন পণ্যের স্টল, সড়কের পাশের কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি দখল করে ব্যবসা পরিচালনা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা পাঁচবার অভিযান চালিয়েছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আগামী এক মাস আমাদের একজন ম্যাজিস্ট্রেট ও ৫৪ জন ভলান্টিয়ার এখানে প্রতিদিন থাকবেন। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল-জরিমানা করা হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অভিযানের সময় অনেক দখলদারকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা পুনরায় দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাজমুল হুদা/জেডএইচ/জেআইএম