বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

হবিগঞ্জে ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩১ জুলাই ২০২৫

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ ঘণ্টা ধরে হবিগঞ্জ জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় হঠাৎ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন থেকেই একাধিকবার ওই উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। এরপর সন্ধ্যায় হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়।

শাহজীবাজার সাব স্টেশনের ট্রান্সমিটারে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলী আব্দুল মান্নান।

তিনি জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ট্রান্সফরমারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মেরামতের কাজ চলমান রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।