মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০১ আগস্ট ২০২৫

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন ও বিএসএফ ১৬১ ব্যাটালিয়নের মধ্যে মুজিবনগর সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার শ্রী তাপস কুমার এবং ১৬১ হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্ররদাহ নেতৃত্বে ছিলেন।

এসময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য পরে কার্যক্রম চলমান রয়েছে।’

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।