তারুণ্যের উৎসবের ব্যানারে জুলাই পুনর্জাগরণ উদযাপন!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:২০ পিএম, ০২ আগস্ট ২০২৫

ঝালকাঠিতে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানের আয়োজন করে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩১ জুলাই ওই উৎসব উদযাপনে প্রতিটি বিদ্যালয়ে অর্থ বরাদ্দ দেয় মন্ত্রণালয়। কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং পরিচালনা কমিটি দায়সারা ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। কেউ ব্যানার সর্বস্ব পালন করেছে। আবার অনেক বিদ্যালয়ে গতবছরের পুরাতন তারুণ্যের উৎসবের ব্যানার ব্যবহার করে ছবি তুলে উৎসব ভাতা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানা স্থগিত করে সরকার। এজন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরে স্থগিত অনুষ্ঠানের নতুন সূচি প্রকাশ করে তা পালনের আদেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আদেশে বলা হয়, ‘মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর ২২-২৪ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। এ কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৪ জুলাইয়ের অনুষ্ঠানসমূহ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।’

ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো অনুষ্ঠানের ছিটেফোটাও নেই।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, আমরা অনুষ্ঠান করেছি। ব্যানার দেখতে চাইলে বলেন, আগের তারুণ্যের উৎসবের ব্যানার আছে।

প্রধান শিক্ষকের কথার সত্যতা যাচাইয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা জানায় তাদের স্কুলে কোনো অনুষ্ঠান হয়নি।

নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে শিক্ষকরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার ছুটিতে আছেন। আপনারা ম্যাডামের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের ব্যানার দেখতে চাইলে বলেন, প্রধান শিক্ষক (ম্যাডাম) ব্যানার বানিয়েছে, স্কুলে নাই। তবে অনুষ্ঠান হবে। প্রধান শিক্ষক ছুটিতে কিন্তু ব্যানার তার কাছে কেন জানতে চাইলে ২ জন উপস্থিত শিক্ষিকা সদুত্তর দিতে পারেননি।

এদিকে উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক, প্রতাপমহল, কিস্তাকাঠি, নেহালপুর, কিফাইত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও অনেক বিদ্যালয়ে অনুষ্ঠান চলছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ছবি ও শিরোনামযুক্ত ব্যানার না করে তারুণ্যের উৎসবের ব্যানার টাঙিয়ে। পুরস্কার হিসেবে কলম, টিফিন বক্স ও পেনসিল বক্স দেখা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে নাস্তা, পুরস্কার ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ছবিযুক্ত ব্যানার করার জন্য সব বিদ্যালয়ে ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) মো. রফিকুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজন ও অনুষ্ঠানের ব্যানার করেনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।