মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৩ আগস্ট ২০২৫

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে জমিতে সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।

শওকত আলী ওই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিয়ে বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনা নিশ্চিত জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসিফ ইকবাল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।