রামুতে টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৩ আগস্ট ২০২৫

কক্সবাজারের রামুতে এক টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এর আগে একই এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছিলেন। এ ঘটনার ১২ ঘণ্টা পার না হতেই একই এলাকায় মরদেহটি উদ্ধার করা হলো।

রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহতের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে কি হয়েছে এখনো জানা যায়নি।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।