ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৩ আগস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে আরমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত আরমান ময়মনসিংহ গৌরীপুর এলাকার বাইরা গ্রামের বাসিন্দা মো. আনিসের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আরমান চট্টগ্রাম রেলস্টেশন থেকে তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন বাইরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনের ছাদে ওঠেন। দুপুরে ট্রেনটি সীতাকুণ্ড পৌরসভা এলাকা অতিক্রমকালে ট্রেনের ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান আরমান।

এরপর গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমানের বড় ভাই মো. রোমান বলেন, সোমবার আমার বিয়ের কথা ছিল। বিয়ের সব আয়োজন শেষ করেছি। গতকাল রাতে এবং সকালেও আরমানের সঙ্গে কথা হয়েছে। সে ট্রেনে করে বাড়ি ফিরবে। কিন্তু আমরা জানতে পারলাম আমার ভাই গ্রামের বাড়িতে আসার সময় ট্রেন থেকে পড়ে মারা গেছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ সিদ্দিকী বলেন, বিষয়টি আমি শুনেছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।