দিনাজপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১০০


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ জুন ২০১৬
প্রতীকী ছবি

সারাদেশের ন্যায় দিনাজপুরে বিশেষ অভিযানে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৪ জন জামায়াত-বিএনপির কর্মী সমর্থক রয়েছে বলে জানা গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দিনাজপুর কোতয়ালী থানায় ৩০ জন, কাহারোল থানায় সাতজন, বিরল থানায় ৯জন, চিরিরবন্দর থানায় ১১ জন, বোচাগঞ্জ থানায় দুইজন, ফুলবাড়ী থানায় ছয়জন, পার্বতীপুর থানায় পাঁচজন, হাকিমপুর থানায় ১১জন।

দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২৪ জন জামায়াত-বিএনপির কর্মী রয়েছে।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।