ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৬ আগস্ট ২০২৫

দুর্নীতির অভিযোগ তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। বুধবার (৬ আগস্ট) সকালে সংস্থার সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ফেনী আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর ভেঙে যাওয়া নদী তীরবর্তী বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেন সংস্থার এক সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টিম। সকাল ১০টায় তারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন। বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন। এরপর সরেজমিন পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান পরিদর্শন করেন।

জানতে চাইলে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বলেন, ‘দুদকের একটি দল কার্যালয় এসে পাউবোর কয়েকটি প্রকল্পের বিভিন্ন নথিপত্র চায়। আমরা তাদের চাওয়া নথিপত্রগুলো সরবরাহ করেছি।’

দুদকের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান বলেন, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক রিপোর্ট দেওয়া হবে।’

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।