মাগুরায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ২১


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১১ জুন ২০১৬
প্রতীকী ছবি

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগোনিউজকে জানান, পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ৫ জন জামায়াত ও ১ জন বিএনপি কর্মী।

গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি। তবে অহেতুক কাউকে গ্রেফতার বা মামলার সংখ্যা বাড়ানোর কোনো উদ্দেশ্য পুলিশের নেই বরং জঙ্গি তৎপরতা প্রতিরোধে ও সামাজিক নিরাপত্তা আরো মজবুদ করতে মাগুরা জেলা পুলিশ সর্বদাই জনগনের পাশে থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।