চাঁপাইনবাবগঞ্জে জেএমবির তিন সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শিবগঞ্জের পূর্ব শ্যামপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ইসারুল ইসলাম (২২), পারচৌকা গ্রামের আফসার হোসেনের ছেলে শাহ ওয়ালী উল্লাহ (৩০) ও কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সেরাজুদ্দীনের ছেলে শহীদুল ইসলাম রানা (৩২)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের শ্যামপুর উচ্চ বিদ্যালয় এালাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোণ থেকে জেএমবি সদস্য ইসারুল ও ওয়ালী উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি ও ৬০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কানসার্ট ব্রিজ এলাকা থেকে অপর জেএমবি সদস্য রানাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি জানান, গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া ও জয়পুরহাটের ক্ষেতলাল থানায় রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় কয়েকটি মামলা রয়েছে। এ সকল মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিল।
মোহা. আব্দুল্লাহ/এসএস/এমএস