সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে রুম্পা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
রুম্পা নয়াবন্দ গ্রামের আবুল মিয়ার কন্যাশিশু।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম ও হাজেরা বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, বাড়ির আঙিনায় অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল রুম্পা। এক পর্যায়ে বাড়ির সামনে হাওরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা শিশুটির মরদেহ ভাসতে দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এসএস/আরআইপি