সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রথমবারের মতো বিমানবন্দরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া জানান, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিধান, যাত্রীদের জান-মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিমানবন্দরে বোমাসদৃশ বস্তু অনুমিত হলে সেটি নিষ্ক্রিয় করার বিভিন্ন কৌশলের ওপর অনুশীলনের নিমিত্তে এ মহড়ার আয়োজন করা হয়।

Airport

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এ ধরনের মহড়া কেবল দুর্বলতা শনাক্ত করতে নয় বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আমিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।