রাঙামাটিতে ৩৬ ঘণ্টার নৌ ও সড়কপথ অবরোধ


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১২ জুন ২০১৬

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সোম ও মঙ্গলবার ৩৬ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।

৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল বাতিল করে সেখানে পুনরায় নির্বাচন ঘোষণার দাবিতে ১৩-১৪ জুন রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করে জেএসএস।

গত বৃহস্পতিবার রাঙামাটি শহরের রাজবাড়ির জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত এক গণসমাবেশে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা ওই অবরোধ কর্মসূচির ঘোষণা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।