মানিকগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৩ জুন ২০১৬

মানিকগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন।

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় সোমবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে থাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে আহত হন ৬ যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

খোরশেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।