নাটোরে আ.লীগের দু`গ্রুপের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে নাটোরের সিংড়ার বেড়াবাড়ী গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে রেজাউল করিম (২৮) নামে এক কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় ৮ জনকে আটক করেছে র্যাব। নিহত রেজাউল করিম বেড়াবাড়ি গ্রামের রহিদুল সরদারের ছেলে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ৩টার দিকে সিংড়ার চলনবিলের প্রত্যন্ত বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামী লীগের রেজাউল ইসলাম এবং আনোয়ার হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।
এতে আনোয়ার হোসেন গ্রুপের রেজাউল করিমসহ অন্তত ৮ জন আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রেজাউল করিমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তাররা।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ, র্যাব এবং জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে রেজা গ্রুপের সাইফুল ইসলাম, সুমন হোসেন, বাবলু, রকিবুল ইসলাম, মকবুল হোসেন, মজনু হোসেন, মানিক উদ্দিন এবং জিয়ারুল ইসলামকে আটক করা হয়।
রেজাউল করিম রেজা/এসএস/পিআর